এক মলাটে ইজতেমা প্রকাশনা

Ijtema Potidinবিশ্ব ইজতেমা উপলক্ষে গত দু’বছর প্রকাশিত দৈনিক প্রকাশনা ‘ইজতেমা প্রতিদিন’ এক মলাটে বই আকারে বের হয়েছে। ‘ইজতেমা প্রতিদিন সমগ্র ২০১০-১১’ নামে এ সংকলনটি বাংলাদেশে ইজতেমা বিষয়ক সর্ববৃহৎ সংকলন বলে মনে করা হচ্ছে। সংকলনটিতে তাবলিগ ও ইজতেমা সংক্রান্ত বিভিন্ন প্রসঙ্গ স্থান পেয়েছে। চারশ’ পৃষ্ঠার সংকলনটির বিন্যাসক্রম হলো যথাক্রমে আম

বয়ান, খাস বয়ান, তাবলিগ মনীষা, ফিচার, প্রবন্ধ-নিবন্ধ, মুখোমুখি, ইজতেমা সংবাদ ও বিবিধ। দাওয়াত ও তাবলিগের সঙ্গে জড়িতরা সংকলনটির পাতায় পাতায় খুঁজে পাবেন তাদের খোরাক। সাধারণ মুসলমানরাও সংকলনটি দ্বারা উপকৃত হতে পারবেন।

মুসলমানদের বড় একটি অংশ দাওয়াত ও তাবলিগের সঙ্গে সরাসরি জড়িত। ইসলামের দাওয়াতি প্রেরণার সঙ্গে কোনো মুসলমানের দ্বিমত নেই। বিশ্ব ইজতেমা দাওয়াতি মিশনের সর্ববৃহৎ সম্মেলন। এ মহাসম্মেলন উপলক্ষ করে সর্বপ্রথম করা দৈনিক প্রকাশনা ইজতেমা প্রতিদিন। ট্যাবলয়েড আকারের বুলেটিনটি সুধী মহলে ব্যাপক সমাদৃত হয়েছে। এর মূল্যবান লেখাগুলো এক মলাটে প্রকাশের অনুরোধও করেছেন কেউ কেউ। পাঠকের চাহিদা ও প্রয়োজনের কথা বিবেচনা করে দু’বছরের ১১টি সংখ্যা এখন এক মলাটে বই আকারে প্রকাশ করা হয়েছে। সংকলনটির বিন্যাস ও উপস্থাপনা পদ্ধতি সুচারু হয়েছে। ঝকঝকে প্রচ্ছদে মোড়ানো, কার্ড বাঁধাই, অফসেট পেপারে ছাপা গ্রন্থটির আদ্যোপান্তে যত্নশীলতার ছাপ রয়েছে। প্রকাশনার মানও বেশ উন্নত। তাবলিগ জামাত সম্পর্কে জানার জন্য বইটি বিশেষ সহায়ক হিসেবে কাজ করবে।

ইসলামী ধারার লেখালেখি ও সম্পাদনার সঙ্গে যুক্ত তরুণ আলেমদের একটি টিমের হাত ধরে ইজতেমা প্রতিদিন বুলেটিনটি প্রকাশিত হয়েছিল। সংকলনটি সম্পাদনা করেছেন শরীফ মুহাম্মদ, মুফতি এনায়েতুল্লাহ, জহির উদ্দিন বাবর ও গাজী মুহাম্মদ সানাউল্লাহ। সংকলনটি প্রকাশ করেছে ইজতেমা প্রতিদিন সম্পাদনা পরিষদ এবং একমাত্র পরিবেশক আল ইরফান পাবলিকেশন্স, বাংলাবাজার, ঢাকা। সংশ্লিষ্টরা আশা করছেন, ইজতেমা প্রতিদিন বুলেটিনের মতোই এর সংকলনটিও আশাতীত সাড়া ফেলবে দীনদার মুসলমানদের মধ্যে। আমরা সংকলনটির বহুল প্রচার কামনা করি।  -সাইমুম রিদা

Related posts

*

*

Top