স্মৃতির মনীষীরা

মূল: জাস্টিস মুফতী মুহাম্মদ তাকী উসমান
অনুবাদ: জহির উদ্দিন বাবর
প্রকাশক: দারুল উলূম লাইব্রেরি, পৃষ্ঠা-২২৪, মূল্য: ১৫০ টাকা
সমকালীন মনীষীদের মূল্যায়ন ও স্মৃতিচারণমূলক হৃদয়ছোঁয়া গ্রন্থ ‘নুকূশে রফতেগাঁ’র অনুবাদ স্মৃতির মনীষীরা। প্রখ্যাত উর্দু পত্রিকা মাসিক আল বালাগে প্রকাশিত গত হয়ে যাওয়া সমকালীন শীর্ষ মনীষীদের মূল্যায়ন ও স্মৃতিচারণমূলক হৃদয়ছোঁয়া লেখাগুলো পরবর্তী সময়ে মলাটবদ্ধ করা হয়েছে। সেই সংকলনের ৪৪ জন মনীষীর স্মৃতিচারণ স্থান পেয়েছে প্রথম খণ্ডে। দ্বিতীয় ও শেষ

খণ্ডটিও প্রকাশের পথে।

বইটিতে সমকালীন মনীষীদের সম্পর্কে আল্লামা তাকী উসমানী অত্যন্ত যথার্থ, পরিমিত ও নির্মোহ আলোচনা করেছেন। তার প্রতিটি শব্দ ও বাক্যের প্রয়োগ যে কোনো পাঠকের মন ছুঁয়ে যাওয়ার মতো। ভারত, পাকিস্তান ও বাংলাদেশের বুযুর্গদের নিয়ে তিনি স্মৃতিচারণ করেছেন। বাংলাদেশের ছদর সাহেব, হাফেজ্জী হুজুর ও আতহার আলী রহ.সহ বেশ কয়েকজনের স্মৃতিচারণ স্থান পেয়েছে বইটিতে। বইটি পড়ে জানা যাবে, আমাদের নিকট অতীতের আকাবিরের আলোকময় জীবনের নানা অজানা অধ্যায়।

বইটি অনুবাদ করেছেন বেশ কিছু বইয়ের সফল অনুবাদক জহির উদ্দিন বাবর। অনুবাদের ভাষাটি ঝরঝরে ও নির্মেদ হয়েছে। বইটির প্রকাশনা মানও মোটামুটি ভালো। সব শ্রেণীর পাঠকের সংগ্রহে রাখার মতো একটি বই। আমরা বইটির সাফল্য কামনা করি। -আফিফ আদনান

*

*

Top