একটি দেশের মূল শক্তি তারুণ্য। তরুণরা জাগলেই জাতি জেগে ওঠে। আমাদের ইতিহাসের বাঁকে বাঁকে তরুণদের গৌরবময় ভূমিকা রয়েছে। পৃথিবীর ইতিহাসে আজ পর্যন্ত কোনো বিপ্লব বা সংগ্রাম সাফল্যের মুখ দেখেনি তারুণ্যের অংশগ্রহণ ছাড়া। তারুণ্যের আছে অজেয়কে জয় করার শক্তি ও সাহস। অসম্ভবকে সম্ভব করা তারুণ্যেরই কারিশমা। একটি জাতির তরুণরা যখন সুপথগামী হয় তখন সে জাতির গন্তব্য…