বেশ কিছুদিন ধরে মালালা ইউসুফজাইয়ের আত্মজীবনী ‘আই অ্যাম মালালা’র ওপর পাকিস্তানের সংবাদপত্র ও টেলিভিশন চ্যানেলগুলোতে ব্যাপক আলোচনা-সমালোচনা হচ্ছে। বেশির ভাগ আলোচকই তার বইটি না পড়েই এর ওপর বিশদ আলোচনা করছেন। একজন টিভি উপস্থাপক তো স্বীকারই করলেন, তিনি মালালার বইটি পড়েননি, অথচ তার উপস্থাপিত প্রোগ্রামটি বইটির কড়া সমালোচনা এবং মালালা সম্পর্কে কটূক্তিতে ভরা ছিল। তবে তিনি…