আসাহি শিম্বুন জাপানের বহুল প্রচারিত দৈনিক। একযোগে প্রকাশ হয় টোকিও, ওসাকা, ফুকোওকা ও জাপানের প্রধান প্রধান সিটি থেকে। ১৮৭৯ সালের ২৫ জানুয়ারি পত্রিকাটি প্রতিষ্ঠা লাভ করে। বিশ্বে সর্বাধিক সার্কুলেটেড দৈনিকগুলোর একটি। ২০০২ সালের জানুয়ারি মাসের জরিপ অনুযায়ী এর সার্কুলেশন এক কোটি ৪৩ লাখ ২৩ হাজার ৭৮১। তবে ২০১০ সালের জরিপ অনুযায়ী এর প্রভাতী সংস্করণই সাত…