হামিদ মীর ইমরান খানকে কে কে ধোঁকা দিয়েছে-এই প্রশ্নের জবাব তিনি খুব শিগগির জানতে পারবেন। তবে তিনি এই মুহূর্তে ইসলামাবাদের পার্লামেন্ট হাউজের সামনের অবস্থান কর্মসূচি থেকে সসম্মানে ফিরে যাওয়ার পথ খুঁজছেন। ইমরান খান ১৪ আগস্ট লাহোর থেকে লংমার্চ শুরু করেন। পাকিস্তানকে নওয়াজ শরিফের শাসন থেকে মুক্ত করতে এই লংমার্চে ডা. তাহিরুল কাদরি, চৌধুরী শুজায়াত হোসাইন,…