জহির উদ্দিন বাবর বাংলাদেশে ইসলামি ধারার প্রকাশনা শিল্পের বিকাশটা খুব বেশি দিন আগের নয়। একটা সময় ছিল ইসলামি প্রকাশনা বলতে ‘মকসুদুল মুমিনিন’ আর ‘বারো চান্দের ফজিলত’ এসব বইকেই মনে করা হতো। সবার ঘরে ঘরে এই ধরনের দুই একটা বই থাকত। ইসলাম সম্পর্কে জানার জন্য বিশুদ্ধ আকিদার পঠনপাঠন সামগ্রীর অভাব ছিল প্রকট। সম্ভবত ছদর সাহেব খ্যাত…