কবি ও কবিতার প্রতি আসক্তি বা অনুরাগ নেই এমন লোক সমাজে খুব কম। কবিতার সম্পর্ক আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোত। যুগে যুগে কবিরা তাদের কবিতার মাধ্যমে ফুঁটিয়ে তুলেছেন সমাজের বাস্তব প্রতিচ্ছবি। অন্যায়, অসত্য আর অসঙ্গতির বিরুদ্ধে তাদের কলমে গড়ে তুলেছেন তুমুল প্রতিরোধ। প্রকৃতির অপরূপ সৌন্দর্যের পাশাপাশি বাস্তবতার নিরিখে অংকন করেছেন সমাজের চিত্রকে। কবিতা হচ্ছে সমাজের দর্পণ।…