বিংশ শতাব্দীর ঊষালগ্নে ভারত উপমহাদেশের গগনে প্রৌজ্জ্বল দ্বীপ্তি নিয়ে আবির্ভূত হন মহান সংস্কারক সাইয়েদ আবুল হাসান আলী নদভী রহ.। যিনি বহুমুখী জ্ঞান, প্রজ্ঞা, আখলাক-চরিত্র, ইখলাস ও তাকওয়া দ্বারা ইসলাম ও মুসলিম উম্মাহর সেবায় যুগান্তকারী অবদান রেখে গেছেন। বাতিলের তুফান থেকে ইসলামী প্রদীপকে রক্ষা করেছেন। যুগের দুর্যোগ থেকে মুসলিম উম্মাহর কাফেলাকে হেফাজত করেছেন। তাঁর মহান ব্যক্তিত্বের…