‘ইসলাম নারীদেরকে ঠকিয়েছে’ ‘ইসলাম নারী স্বাধীনতা হরণ করেছে’ ‘ইসলাম নারীর প্রগতির পথে বড় বাধা’Ñএ ধরনের বিভিন্ন অভিযোগের তীর আজ ইসলামের গায়ে বিদ্ধ হচ্ছে। এ অভিযোগগুলো ইসলামবিরোধী চক্রের দিক থেকে যত না উত্থাপিত হয়েছে তার চেয়ে অধিক উচ্চারিত হয়েছে মুসলিম নামধারী তথাকথিত প্রগতিবাদী ও নারীবাদীদের মুখে। সস্তা শ্লোগান ও মোহনীয় উক্তির দ্বারা তারা নারীদের প্রতি তাদের…