মানুষের জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি স্বাধীনতা। এই নেয়ামত থেকে যারা বঞ্চিত শুধু তারাই বুঝেন স্বাধীনতা কত বড় প্রাপ্তি। প্রত্যেক জাতিকেই স্বকীয়তা ও অস্তিত্ব লাভের আগে পরনির্ভরশীলতার ধাপটুকু অতিক্রম করতে হয়। আর এর জন্য কোনো কোনো জাতিকে দিতে হয় চরম মাশুল। আমাদের এই দেশ ও জাতির অস্তিত্ব লাভের পেছনেও এ পর্বটি পার হয়ে আসতে হয়েছে। অনেক…