জহির উদ্দিন বাবর এই সময়ে লেখালেখির অঙ্গনে তরুণরা যাদের আইডল ভাবে তাদের অন্যতম তিনি। সমসাময়িকদের মধ্যে সবচেয়ে সরব লেখকও তিনি। ‘দু’ হাতে লিখেন’ কথাটির যথার্থ প্রয়োগ হয় তাঁর ক্ষেত্রে। অনেকে অধিক পরিমাণে লিখলে মানের ব্যাপারে ততটা নজর দিতে পারেন না। কিন্তু মাওলানা যাইনুল আবিদীন এ ক্ষেত্রে ব্যতিক্রম। তিনি মানের ব্যাপারে কখনোই আপস করেন না। তাঁর…