শালীনতা নারীত্বের অহংকার। বাইরের কলুষিত পরিবেশ থেকে বেঁচে থেকে ঘর ও ঘরোয়া পরিবেশে বেড়ে ওঠা তাদের সামাজিক অধিকার। প্রদর্শনেচ্ছা নারীত্বের সহজাত বৃদ্ধির পথে বড় অন্তরায়। আল্লাহ পাক সৃষ্টির প্রতিটি বস্তুর জন্য স্ব স্ব ক্ষেত্র নির্ধারণ করে দিয়েছেন। নিজস্ব ভুবনে, আপন পরিমণ্ডলে বিচরণ করলে তাদের অবস্থান যেমন সুদৃঢ় হয় তেমনি পথচলাও হয় নিঝঞ্জাট। নিজস্ব অবস্থান থেকে…