জহির উদ্দিন বাবর কুরআনের সুরে তিনি পুরো জাতিকে মোহিত করতেন। খ্যাতি পেয়েছিলেন ‘কুরআনের কোকিল’ নামে। রেডিও-টিভিতে তাঁর আজানের সুমধুর ধ্বনি শুনেননি এমন মানুষ খুব কমই আছে। তাঁর মুখে কুরআনে কারিমের অমীয় তেলাওয়াত ছুঁয়ে যেতো প্রতিটি মানুষের অন্তর। দেশের হাজার হাজার কারী’র মধ্যে তিনি ছিলেন স্বতন্ত্র বৈশিষ্ট্যের অধিকারী। সবাই একডাকে তাঁকে চিনতেন। সবমহলে ছিল তাঁর স্বীকৃতি।…