আমার সম্পর্কে

নাম: জহির উদ্দিন বাবর; পিতা: আবু জাফর; মাতা: হাসিনা আক্তার

জন্ম তারিখ: ৬ ডিসেম্বর। জন্মস্থান: কিশোরগঞ্জের মিঠামইনের ঢাকী গ্রামে।

বর্তমান কর্মক্ষেত্র: যুগ্ম বার্তা সম্পাদক: ঢাকা মেইল ডটকম (http://www.dhakamail.com/); সম্পাদক: লেখকপত্র; খণ্ডকালীন শিক্ষক: সাহিত্য-সাংবাদিকতা বিভাগ, মাদরাসা দারুর রাশাদ, ঢাকা।

শিক্ষা: দাওরায়ে হাদিস-জামেয়া রাহমানিয়া আরাবিয়া মোহাম্মদপুর ঢাকা; সাহিত্য-সাংবাদিকতা-মাদরাসা দারুর রাশাদ মিরপুর; মাস্টার্স (এমএ)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে [সরকারি কবি নজরুল কলেজ, ঢাকা]; সাংবাদিকতায় ডিপ্লোমা: সেন্টার ফর মিডিয়া রিসার্চ অ্যান্ড ট্রেনিং (এমআরটি)।

কাজের অভিজ্ঞতা: বার্তা সম্পাদক, ঢাকা টাইমস টোয়েন্টিফোর ডটকম [ফেব্রুয়ারি ২০১৫ থেকে ফেব্রুয়ারি ২০২২] সিনিয়র সহসম্পাদক ও শিফট ইনচার্জ, নতুন বার্তা ডটকম [ডিসেম্বর ২০১২ থেকে জানুয়ারি ২০১৫]; সহসম্পাদক, বার্তা২৪ ডটনেট [জুলাই ২০১১ থেকে নভেম্বর ২০১২]; শিক্ষক-মাদরাসা দারুর রাশাদ, মিরপুর [২০০৬-২০১১]। এছাড়া মাসিক কাবার পথে, মাসিক যমযম, ইজতেমা প্রতিদিনসহ বিভিন্ন সাময়িকীতে কাজের অভিজ্ঞতা আছে।

পদক ও সম্মাননা: মাসিক আল আমানাহ অ্যাওয়ার্ড-২০১০; মাসিক আদর্শ নারী লেখক সম্মাননা-২০১২, মাসিক সত্যের সন্ধানে লেখক সম্মাননা ২০১৫, মারকাযুত তাহফিজ ইন্টারন্যালের বিশেষ সম্মাননা ২০১৬, টাইমস বিডি সম্মাননা স্মারক ২০১৯, আমরা এক কাফেলা (যাদুরচর মাদরাসা) লেখক সম্মাননা ২০২১, ঢাকা সাব এডিটরস কাউন্সিল লেখক সম্মাননা ২০২২।

প্রকাশিত গ্রন্থ

মৌলিক: ১. ইতিহাসের বোবাকান্না; ২. দশ লেখক দশ জীবন; ৩. শায়খুল হাদিস আল্লামা নূরউদ্দীন আহমদ গহরপুরী রহ.; ৪. সুপ্রভাত কওমী; ৫. দেশে দেশে ইসলাম ও মুসলমান; ৬. মুমিনের জীবনধারা; ৭. যৌবনদীপ্ত অগ্রযাত্রায় সফল যাঁরা; ৮. শামছুল হক ফরিদপুরী রহ.-এর ছাত্রজীবন; ৯. বিশিষ্ট ওলামায়ে কেরামের সাক্ষাৎকার; ১০. আলোকিত জীবনের পথ।

অনূদিত: ১০. মুসলিম উম্মাহর ইতিহাস বিশ্বকোষ [দুই খণ্ড পূর্ণাঙ্গ ও দুই খণ্ড আংশিক[; ১১. ক্রুসেড যুদ্ধে সুলতান সালাহুদ্দিন আইয়ুবি [দুই খণ্ড] ১২. আধুনিক যুগে ইসলাম; ১৩. স্মৃতির মনীষীরা;  ১৪. নতুন দাওয়াত নতুন পয়গাম; ১৫. সাহিত্যের সাতকাহন; ১৬. হিরে-মোতি-পান্না [১-৭ খণ্ড];  ১৭. খুতুবাতে ফকীহুল ইসলাম [১-৮ খণ্ড] ১৮. প্রেমদরিয়ায় ডুব দিয়ে যাই; ১৯. মানবতার নবি [১-২ খণ্ড] ২০. আল্লাহর প্রিয় হওয়ার ১০ উপায়; ২১. সংসার সুখের হয় দুজনের গুণে; ২২. যৌবনের মৌবনে; ২৩. নারী ঘরের রানী; ২৪. আল্লাহওয়ালাদের সফলতার রহস্য; ২৫. তাকী উসমানীর ভারত সফর; ২৬. দুআ ও আধুনিক বিজ্ঞান; ২৭. সহজ শামায়েলে তিরমিযি; ২৮. ওলামায়ে কেরামের দায়িত্ব; ২৯. মাসায়েলে রাফআত কাসেমী-১; ৩০. দ্বীনী মাদরাসার শিক্ষাব্যবস্থা; ৩১. ফিরে এসো ক্ষমার পথে; ৩২. রিহলাহ ইবনে বতুতা [দ্বিতীয় খণ্ড]; ৩৩. প্রজ্ঞাময় পরিশুদ্ধ জীবন [দ্বিতীয় খণ্ড আংশিক]।

সম্পাদিত: ৩৪. নূরউদ্দীন আহমদ গহরপুরী রহ. স্মারকগ্রন্থ; ৩৫. ফকীহুল মিল্লাত মুফতী আব্দুর রহমান রহ. স্মারকগ্রন্থ [তিন খণ্ডে] ৩৬. আল্লামা কারী বেলায়েত হুসাইন রহ. স্মারকগ্রন্থ; ৩৭. সাইয়েদ আবুল হাসান আলী নদভী রহ. স্মারকগ্রন্থ; ৩৮. আবু সাঈদ মুহাম্মদ ওমর আলী রহ. স্মারকগ্রন্থ; ৩৯. ইজতেমা প্রতিদিন সমগ্র; ৪০. ইসলামী লেখক অভিধান; ৪১. মাজালিসে জালালাবাদী; ৪২. কাবার পথে ধন্য হতে; ৪৩. আজকের খতমে তারাবি; ৪৪. স্মৃতির দর্পণে পাঁচ মনীষী।

প্রয়োজনে: ই-মেইল: bdzahirbabor@gmail.com; ওয়েবসাইট: www.zahirbabor.com

Top