জহির উদ্দিন বাবর মনের সূক্ষাতিসূক্ষ্ম আকুতি প্রকাশের জন্য আমরা মুখে অর্থপূর্ণ যে শব্দ বের করি সেটাই ভাষা। ভাষাকে আল্লাহ তায়ালা তার অন্যতম নিদর্শন হিসেবে অভিহিত করেছেন। কুরআনে বলা হয়েছে- ‘তার এক নিদর্শন হলো, তোমাদের রং, ধরণ এবং ভাষার বিভিন্নতা।’ ভাষা ছাড়া মানবসভ্যতা অচল। বাকহীন নিথর কোনো ভূখণ্ডে বেঁচে থাকা কতটা যে দুর্বিসহ তা বোঝানো মুশকিল।…