মূল: ইমাম গাযালী রহ.; অনুবাদ: জহির উদ্দিন বাবর হে বন্ধু! খানায়ে কাবা মহান প্রভুর ঘর। এটা আসমান ও জমিনের বাদশার দরবার। আপনি সেই শাহী দরবারে যাচ্ছেন। মূলত তাঁর সঙ্গে সাক্ষাতে যাচ্ছেন। এই পার্থিব দুনিয়ায় আপনার চোখ দিদারে এলাহীর ক্ষমতা রাখে না। তবে বায়তুল্লাহ জিয়ারতের দ্বারা এর কিছুটা স্বাদ মিটে। এর দ্বারা মহান রাব্বুল আলামিনের ওয়াদা…