জহির উদ্দিন বাবর এক সময় ঢাকাকে বলা হতো মসজিদের শহর। তবে এখন শুধু মসজিদ নয়, মাদরাসার শহরও ঢাকা। রাজধানী ঢাকার জনসংখ্যার চাপ বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে মাদরাসার সংখ্যাও। তবে সারাদেশে পরিচিত এবং প্রভাব আছে এমন মাদরাসার সংখ্যা হাতেগোনা। জামিয়া রাহমানিয়া আরাবিয়া হাতেগোনা সেই কয়েকটি মাদরাসার অন্যতম। বয়সের দিক বিবেচনা করলে রাহমানিয়ার চেয়ে প্রাচীন মাদরাসা ঢাকায়…