পাকিস্তানের প্রখ্যাত আলেম, দারুল উলুম করাচির প্রিন্সিপাল মুফতি মুহাম্মদ রফি উসমানীর বয়ানসমগ্র বাংলায় অনূদিত হয়েছে। ‘খুতুবাতে ফকীহুল ইসলাম’ নামের আট খণ্ডের চার ভলিয়মের সিরিজটি এখন বাজারে। প্রায় দেড় হাজার পৃষ্ঠার সিরিজটি অনুবাদ করেছেন বাংলাদেশ ইসলামী লেখক ফোরামের সভাপতি ও দৈনিক ঢাকা টাইমসের বার্তা সম্পাদক জহির উদ্দিন বাবর। প্রকাশ করেছে বাংলাবাজারের দারুল উলুম লাইব্রেরি। মুফতি রফি…