জহির উদ্দিন বাবর ‘সাংবাদিককে আত্মহত্যার পরামর্শ দিলেন রেলসচিব’ এমন একটি সংবাদ গত কয়েক দিন ধরে বেশ আলোচিত হচ্ছে। মূল ঘটনা হলো, বেসরকারি চ্যানেল সময় টিভির প্রতিবেদক নাজমুস সালেহী ট্রেনের অনিয়ম নিয়ে একটি প্রতিবেদন করতে গিয়ে বক্তব্য জানতে গিয়েছিলেন রেলসচিব মোফাজ্জল হোসেনের কাছে। সচিব প্রথমে সাংবাদিককে তথ্য দিতে না চাইলেও এক পর্যায়ে তার অধঃস্তন এক কর্মকর্তাকে…
‘ও সাংবাদিক তুই অপরাধী, তোর ক্ষমা নাই রে!’
জহির উদ্দিন বাবর সম্ভবত সমাজের সবচেয়ে চক্ষুশূল পেশাটির নাম সাংবাদিকতা। বেশির ভাগ শ্রেণি-পেশার মানুষের কাছেই সাংবাদিকরা সমাদৃত নয়। পুলিশের শত্রু সাংবাদিক। কারণ পুলিশের সব অপকর্ম তুলে ধরে সাংবাদিকরা। রাজনীতিবিদরা সাংবাদিকদের তোষামোদ করলেও মাঝে মাঝে সুযোগ পেলেই ক্ষোভ ঝারেন। কারণ তাদের বহুমুখী চরিত্র দৃষ্টিকটুভাবে ফুটিয়ে তোলেন সাংবাদিকরা। চিকিৎসকদের অনেক বড় ‘শত্রু’ সাংবাদিক। কারণ তাদের হঠকারী আচরণ…