জহির উদ্দিন বাবর গত এপ্রিল থেকে শুরু হয়ে মে মাসের মাঝামাঝি পর্যন্ত পাশের দেশ ভারতে অনুষ্ঠিত হলো ১৯তম লোকসভা নির্বাচন। বিশে^র সবচেয়ে বড় গণতান্ত্রিক এই দেশটিতে এক মাসেরও বেশি সময় ধরে সাত দফায় এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। গত ২৩ মে একযোগে ঘোষণা করা হয় ফলাফল। এই ফলাফলে টানা দ্বিতীয়বারের মতো ক্ষমতায় এসেছে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন…
মানবতার বোবা কান্না, নীরব বিশ্ব বিবেক
অসভ্যতা ও বর্বরতার মাত্রা যেখানে শেষ অভিশপ্ত ইসরাইলিদের হিংস্রতা সেখান থেকে শুরু। মানুষরূপী হায়েনা কত বর্বর হতে পারে ইহুদিদের না দেখলে বিশ্ববাসী তা অনুমান করতে পারতো না। পৃথিবীর তাবৎ ঘৃণা ছোট্ট ভূখ- ইসরাইলের দিকে ছুড়ে মারলেও তাদের অসভ্যতার তুলনায় তা সামান্যই হবে। তাদের অপকর্ম চিত্রায়নে কলমের ভাষা অক্ষম। এমন অন্যায়ের প্রতিবাদ জানানোর কোনো ভাষা পৃথিবীতে…